চন্দনা নদী
চন্দনা নদী >>> পদ্মার একটি শাখানদী । পাংশার হাবাসপুর ইউনিয়ন থেকে উৎপত্তি লাভ করে পাংশা, কালুখালী, বালিয়াকান্দি, মধুখালী হয়ে কামারখালির গড়াই নদীতে গিয়ে মিলিত হয়েছে।
ঐতিহ্যবাহী চন্দনা নদী বোয়ালিয়া ইউনিয়নের কোমরপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। পথিমধ্যে পাংশা ,কালুখালী ,বালিয়াকান্দি,মধুখালী, উপজেলার ধার ঘেসে অতিবাহিত হয়েছে।একসময়ের খড়স্রোতার এই নদী দিয়ে লঞ্চ, স্টিমার, পানসি নৌকায় বানিজ্যকার্যক্রম পরিচালিত হতো সেদিন আর নেই। নদী ভরাট হয়ে নাব্যাতা হারিয়েছে।২০১২ সালে সরকারী পৃষ্ঠপোষকতায় নদীটি খনন করা হয়েছে।এই নদীর মাধ্যমে কৃষি সহ ব্যবসায় বানিজ্যের প্রসার ঘটবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস