একটি বাড়ী একটি খামার
পল্লী দারিদ্র বিমোচন পল্লী দারিদ্রবিমোচনের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) স্থাপন করা হয়েছে। ক্ষুদ্রঋণ থেকে শুরু করে নারীর ক্ষমতায়ন, শিক্ষা সম্প্রসারণ, কৃষি বিষয়ক নানা কার্যক্রমের মাধ্যমে পিডিবিএফ কাজ করে যাচ্ছে। এর লক্ষ্যঃ গ্রামের প্রতিটি বাড়িকে অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে এবং প্রতিটি গ্রাম সংগঠনকে এক একটি অর্থনৈতিক ইউনিট হিসেবে গড়ে তোলার মাধ্যমে গ্রামের সামগ্রিক উন্নয়ন সাধন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামাঞ্চলের মানব সম্পদ উন্নয়ন এবং উৎপাদনমুখী কার্যক্রমের সাথে তাদের সম্পৃক্তকরণ স্ব-কর্মসংস্থান ও আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে পারিবারিক আয় বৃদ্ধি, তথা দারিদ্র বিমোচন গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা আনয়ন এবং স্থানীয় ভিত্তিতে সম্পদের সহজলভ্যতা নিরূপণ গ্রামে বসবাসকারী নারী-পুরুষ নির্বিশেষে সকলকে অর্থনৈতিক এবং সামাজিক কার্যক্রমের সাথে সম্পৃক্তকরণ গ্রামীণ জনগোষ্ঠির জীবন-যাত্রার মানোন্নয়ন উৎপাদন বৃদ্ধির নিশ্চয়তা বিধানের জন্য আধুনিক ও বিজ্ঞান-সম্মত কৃষি পদ্ধতি শিক্ষা দেওয়া এবং কৃষির যাবতীয় উপকরণ যথাসময়ে সংগ্রহ ও বিলিবণ্টন মিতব্যয়িতা ও সঞ্চয়ের মাধ্যমে যৌথ পুঁজি সৃষ্টিকরণ গ্রামের দরিদ্র লোকজনকে ঋণের বেড়াজাল হতে বের করে পল্লী প্রভিডেন্ট ফান্ডের মাধ্যমে তহবিল গঠনে সহায়তা করা পরিবেশ উন্নয়নকল্পে বৃক্ষরোপণ, সেনিটেশনসহ নানামুখী সম্প্রসারণমূলক কার্যক্রম পরিচালনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস